বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
[ ০১ নভেম্বর ২০২৪ খ্রি.]
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে ০১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭.৩০ ঘটিকা থেকে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম ) সম্পন্ন হয়েছে। উক্ত পরিক্ষায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। ডিআইজি মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় দিনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নিয়োগ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম),পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব প্রবাস কুমার সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি'র, কার্যালয়, সিলেট, সহকারি পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিবৃন্দ ও সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় যোগ্য প্রার্থীদের আগামীকাল অনুষ্ঠিতব্য Physical Endurance Test (PET) এর জন্য যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS