[বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রি.] আজ ১৪ই ডিসেম্বর ২০২৩, শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের শেষ ভাগে এদেশের দোসরদের সহযোগিতায় পাক-হানাদার বাহিনী হত্যা করেছিল হাজারো- গবেষক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে। রেঞ্জ ডিআইজি, সিলেট মহোদয়ের পক্ষ থেকে সকল শহীদ বুদ্ধিজীবিকে জানাই বিনম্র শদ্ধা । স্বাধীনতা যুদ্ধের শেষভাগে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে এদেশের মুক্তিবাহিনীর সাথে বিজয়ী হওয়া সম্ভব না ঠিক তখনই এদেশের দোসর রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সহযোগিতায় ১৪ ই ডিসেম্বর রাতে বাংলাদেশ এর হাজারো বুদ্ধিজীবিকে পৈশাচিকতম কায়দায় হত্যা করে জাতিকে মস্তিষ্কহীন করার নীল নকশায় মেতে ওঠে পাকিস্তানি হানাদারেরা। শহীদ বুদ্ধিজীবিদের মধ্যে যারা গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব ছিলেন তারা হলেন মুনীর চৌধুরী, সিরাজুদ্দীন হোসেন, আব্দুল আলীম চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডা. ফজলে রাব্বি, নিজামুদ্দিন আহমদ, আনোয়ার পাশা, সৈয়দ নাজমুল হক, সৈয়দ আব্দুল মান্নান, ডা. আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন আহমেদ, ডা.এমএএম ফয়জুল, ডা. এম এ খায়ের, জহিরুল হক, সেলিনা পারভীন, সন্তোষ চন্দ্র, এএনএম মোস্তফা। একটি জাতিকে এগিয়ে নেওয়ার মূল কারিগর হলো জাতির বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবীরাই একটি জাতির মস্তিষ্ক হিসেবে কাজ করে। আজকের এই দিনে সিলেট রেঞ্জ পুলিশ শ্রদ্ধাভরে স্মরন করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস