অদ্য ২৬/০২/২০২৫ খ্রি. বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বিভাগীয় কার্যালয়ের ০২ নং ভবনের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন সম্পর্কে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। জনাব খান মো: রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সিলেট বিভাগের বিভাগীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস