গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সোমবার সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন। শান্তিগঞ্জ থানা আকস্মিক পরিদর্শনকালে ডিআইজি মহোদয় হাজত খানা, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, সিলেট, জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট,জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ সকল অফিসার-ফোর্সবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস