[১০ আগষ্ট ২০২৩ খ্রি.] ‘‘সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন’’ অদ্য ১০-০৮-২০২৩ খ্রি. সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয় সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানাধীন সীমান্তবর্তী লালাখাল চা বাগান, রাবার বাগান ও বালিধারা গ্রাম এলাকা পরিদর্শন করেন এবং চোরাচালান প্রতিরোধ বিষয়ে পথসভা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে ডিআইজি মহোদয় স্থানীয় জনগনের সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট, জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যগনসহ চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব সিরাজুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য জনাব শাহজাহানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস