'' সিলেট রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন’’ [শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রি.] আজ ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস। ‘বিজয় দিবস’ আমাদের আত্মমর্যাদার ও আমাদের সার্বভৌমের প্রতীক। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বিজয়ের এ দিনে সিলেট রেঞ্জ পুলিশ কর্তৃক গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার সূর্য সন্তানদের। মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে দিনের প্রথম প্রহরে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও পরে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল এবং স্থাপনা স্মৃতি-৭১ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। পরবর্তীতে ডিআইজি মহোদয় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়াম মাঠে পুলিশের বিভিন্ন ইউনিট, সংস্থা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস ২০২৩ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। সকাল ১১.০০ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম, সিলেটে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি মহোদয়, বিভাগীয় কমিশনার, সিলেট, জেলা প্রশাসক, সিলেট সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সুধীজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস