''সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জের ডিসেম্বর/২০২৩ খ্রি. মাসের মাসিক ও অক্টোবর-ডিসেম্বর/২০২৩খ্রি. সময়ের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত" [২৪ জানুয়ারী ২০২৪ খ্রি.] অদ্য ২৪ জানুয়ারী ২০২৪ খ্রি. সিলেট রেঞ্জের ডিসেম্বর/২০২৩ খ্রি. মাসের মাসিক ও অক্টোবর-ডিসেম্বর/২০২৩খ্রি. সময়ের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স) জনাব সৈয়দ হারুন অর রশীদ এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়। সভার শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সিলেট রেঞ্জাধীন পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণ সহ র্যাব-৯, সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেট এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত ডিআইজি মহোদয় রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপারগণকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি, মূলতবী থাকা গ্রেফতারী পরোয়ানা তামিল বৃদ্ধি করা সহ রেঞ্জাধীন পুলিশের অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় করে সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ডিআইজি মহোদয় সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুনরায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস