[ রবিবার,২২ অক্টোবর ২০২৩ খ্রি.] সিলেট জেলার বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় অদ্য হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৩ খ্রি. এর মহা অষ্টমী’র দিনে সিলেট জেলাধীন বালাগঞ্জ থানার মদন মোহন জিউ মন্দির, হাড়িয়ার গাঁও সার্বজনীন পূজা মন্ডপ, পূর্ব গৌরিপুর সার্বজনীন পূজা মন্ডপ ও ফেঞ্চুগঞ্জ থানার ইন্দানগর পূজা মন্ডপ, শাহজালাল ফার্টিলাইজার সার্বজনীন পূজা মন্ডপ, চন্ডিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শন করেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়। সম্মানিত ডিআইজি সিলেট রেঞ্জ, মহোদয় উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন। যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিলে, সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট, জনাব আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট জেলা, জনাব সুদীপ দাস,অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও সাধারণ দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস