[১৫ আগস্ট, ২০২৩ খ্রি. মঙ্গলবার] ‘‘শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস’’ তুমি জন্মে ছিলে বলেই জন্ম নিয়েছিল দেশ, মুজিব তোমার আরেকটি নাম স্বাধীন বাংলাদেশ... ‘‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ পরিবারের সকল শহীদদের প্রতি সিলেট রেঞ্জ পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি।" আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ০৯.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স, সিলেটে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জনাব মো: গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি), জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব শেখ শরিফুল ইসলাম, পুলিশ সুপার, সিলেট রেলওয়ে জেলা, জনাব মোঃ শহীদ উল্লাহ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন, জনাব সুজ্ঞান চাকমা, পুলিশ সুপার, সিআইডি, সিলেট, জনাব মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, জনাব মুহাম্মদ খালেদ-উজ-জামান, পুলিশ সুপার, পিবিআই, সিলেট, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়ন, জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মো: নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (অপরেশন্স এন্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট-সহ সিলেটস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকায় কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয় সহ অন্যান্যরা। সভায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে কিছু বিপথগামী সেনা সদস্যদের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস