[ বুধবার,১৮ অক্টোবর ২০২৩ খ্রি.] ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ স্লোগানে সারা দেশের ন্যায় সিলেটে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। পরে বর্নাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস