আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার জন্য বীর বাঙালিরা ঐক্যবদ্ধ হয়। এ দিবসটি উপলক্ষ্যে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান-সহ সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সকল পুলিশ কর্মকর্তাগণ সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সিলেট জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতি চিরন্তন ও স্মৃতি ৭১ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআইজি মহোদয় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সকাল ০৯.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ডিআইজি মহোদয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশে অংশগ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, সিলেট, জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, সিলেটসহ ছিলেন সিলেট বিভাগীয় সকল দপ্তরের প্রধানগণ ও সিলেটস্থ পুলিশ ইউনিটের সকল ইউনিটের কর্মকর্তা বৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস