[২৬ মার্চ ২০২৪ খ্রি.] ''মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন" আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিবসটি উপলক্ষ্যে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়সহ সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সকল পুলিশ কর্মকর্তাগণ সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে এবং সিলেট জেলা পুলিশ লাইন্সে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল ০৯.৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ডিআইজি মহোদয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে তিনি সকাল ১১.০০ ঘটিকায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার সিলেটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস