[০৫ আগষ্ট ২০২৩ খ্রি.] আজ ৫ আগস্ট রোজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অংঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। এ দিবসটি উপলক্ষ্যে আজ সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়। পুষ্পস্তবক অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব শেখ শরিফুল ইসলাম, পুলিশ সুপার, সিলেট রেলওয়ে জেলা, জনাব মোঃ শহীদ উল্লাহ ,পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন, সিলেট, জনাব সুজ্ঞান চাকমা, পুলিশ সুপার, সিআইডি, সিলেট, জনাব মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মুহাম্মদ খালেদ-উজ-জামান,পুলিশ সুপার, পিবিআই, সিলেট, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়ন, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট প্রমুখ। পরবর্তীতে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় বিশেষ অতিথি হিসেবে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন এবং এই উপলক্ষ্যে আয়োজিত রচনা/প্রবন্ধ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস