[২২ মার্চ ২০২৪ খ্রি.] “বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৪ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত” অদ্য ২২ মার্চ ২০২৪ খ্রি. বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৯.০০ ঘটিকায় সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে লিখিত (ইংরেজী এবং বাংলা রচনা ও কম্পোজিশন) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষা চলাকালে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয় সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, ডিসি, ডিবি, এসএমপি, সিলেট, জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিলেট জেলা, জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সিলেট, জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিবৃন্দ ও পরীক্ষায় দায়িত্ব পালনকারী সিলেট রেঞ্জ পুলিশ, এসএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস