২৩/০২/২০২৫ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় সিলেটের ঐতিহ্যবাহী গ্র্যান্ড সিলেট হোটেলে জনাব খান মো: রেজা-উন-নবী, মাননীয় বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট-এর সভাপতিত্বে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এর যৌথ ব্রিফিং এবং পারস্পারিক মিথস্ক্রিয়া অধিবেশনে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, জনাব মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, সিলেট, জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট সহ ন্যাশনাল ডিফেন্স কোর্সে আগত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাগণ ও সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস