আজ ০১/০৩/২০২৫ খ্রি. শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আদিলুর রহমান, মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, অ্যাটার্নি জেনারেল, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, চীফ প্রসিকিউটর (অ্যাটার্নি জেনারেল), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জনাব এহসানুল হক সমাজী, স্পেশাল প্রসিকিউটরিয়াল এডভাইজার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোঃ মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি, সিআইডি। সভাপতি হিসেবে কর্মশালাটি সঞ্চালনা করেন জনাব নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব খান মো: রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট, জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সহ সিলেট বিভাগের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ ও জেলা প্রশাসকবৃন্দ, বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট বিভাগের সকল থানার অফিসার ইনচার্জ ও সাংবাদিকবৃন্দ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস