[২৬ মার্চ ২০২৪ খ্রি.] "জাতীয় গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘স্মৃতি-৭১’ এ পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন" ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে সিলেট জেলা পুলিশের গৌরবের স্থাপনা ‘স্মৃতি-৭১’ এ পুস্পস্তবক অর্পন ও এই প্রথম বারের মতো মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় গণহত্যা দিবসে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতি-৭১’ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম, পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ সিলেটস্থ পুলিশ ইউনিটসমূহের ইউনিট প্রধানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেটের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধী সমাজের নেতৃবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস