আগস্ট/২০২৪খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
[১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.]
আজ ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. বুধবার সিলেট রেঞ্জের আগস্ট/২০২৪ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয়। সভাটি সঞ্চালনা করেন জনাব লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট মহোদয়। সভার শুরুতেই ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু করেন। সভায় ডিআইজি মহোদয় পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্বারোপসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভারতের সীমান্তবর্তী সিলেট রেঞ্জের থানা সমূহে চোরাচালান প্রতিরোধসহ সকল থানায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। সম্প্রতি ঘটে যাওয়া মাজার ভাঙার ঘটনা উল্লেখ করে সকলকে এই বিষয়ে সজাগ থাকার জন্য এবং ২০২৪-এ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগে প্রবাসীদের অভিযোগ গুলো আমলে নিয়ে গুরুত্ব দিয়ে ও আন্তরিকতার সাথে ব্যবস্থা গ্রহণের জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও অধস্থন ফোর্সদের কল্যাণ নিশ্চিত করনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব মোঃ রেজাউল হক খান, পুলিশ সুপার, হবিগঞ্জ, জনাব আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, সিলেট, জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার, মৌলভীবাজার, জনাব ফাল্গুনী পুরোকায়স্থ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট, জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মৌলভীবাজার, জনাব মোঃ শাহ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, সিলেট সহ অত্র অফিসের কর্মকর্তাবৃন্দ এবং জুম প্লাটফর্ম এর মাধ্যমে সিলেট রেঞ্জের সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর সাথে জেলার কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, অফিসার ইনচার্জ, ডিবি এছাড়াও সিলেট রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার বৃন্দ ও সিলেট রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস